Saturday, February 17, 2018

অভিমানী নদীর স্রোতে গা ভাসানো যায় - কিন্তু মৃত নদীর বুকে ক্ষরার তীব্রতা পুড়ায় !! তাই

খুজতে যাই না লিটেল ম্যাগের ঐ পাতায় -যেখানে খামখেয়ালী ভাবে লেখা দুটো লাইন তোকে ভেবে --সময়ের বিকেল গৌধুলী মাখাই থাক !! আমি সন্ধ্যার পর ঘুম থেকে উঠবো নে

ছুড়ে ফেলে দেই সেই স্মৃতির খাতা , আবার কুড়িয়ে সযত্নে শোকেজে সাজিয়ে রাখি বুকের খাচায় -- জিইয়ে রাখার মতো সাতরাঁতে থাকে মগজের ভিতর !! তাই তো বিকারগ্রস্থা হয়ে আনাচেকানাচে স্মৃতির ঝুলি ফেরি করি !!

ছুডু কালীন অভিজ্ঞতা , হয়তো পাগলামী কি করমু হেমায়াত পুড়ের টিকেট তো হারাইয়া ফেলছি তাই সামুতে পাগলামী চলুক !! অনেক ভাব গম্ভির মানুষের ভিড়ে দুই একজন পাগলের প্রশ্রয় দিলে কিছু আসবে যাবে না !!
দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য🙌
--এস এম

No comments:

Post a Comment