Monday, April 1, 2019

আমার জিবন্ত ক্যানভাস

আমার তন্দ্রাঘন রাত
তোমার আগমন সম্ভাষণ
স্বপ্নদ্বারে তোমার করাঘাত।

তুমি আমার জিবন্ত ক্যানভাস
রং-তুলির আপন আঁচড়ে
সে কত স্বপ্ন-জমি চাষ
(আমার জিবন্ত ক্যানভাস)


ক্লাস ফাঁকি, এম ই এস এর
 পাঁচ রঙা মায়া জাগাবিট
তোমার হাতে আমার হার্ট-বিট
স্মৃতির আঙিনার প্রতিটি বিট।

বিদ্যাপীঠের প্রতিটি দেয়ালে বিচরণ
তোমার আমার আবেগী চুম্বন
সে গন্ধে চারপাশে আজো আলোরণ।

তুমি আমার স্বপ্ন ফুলে ফুলে
আমি অন্ধ তোমার ঝাকড়া চুলে
আজ  পড়েছি অচিন-প্রাচীন ভুলে।

তিলোত্তমা,
তন্দ্রা ভঙ্গে একি হল হায়
কুজ্ঝটিকা ঘিরে ছিল তাই?
স্বপ্নগুলো পুড়ে হল ছাই।

জানি কাছে আসবেনা
সেঁধে ভালবাসবেনা
প্রেমের দাবীতে।

তবু জেনে রেখো
দূর হতে দেখবো
মনে ছবি আঁকবো
আরো ভালোবাসবো
জানতে দেবোনা কভু।

তিলোত্তমা,
ভালো থেকো ভালো রেখ।

No comments:

Post a Comment