Friday, February 23, 2018

স্বপ্নের পাতা ঝরে যায়, মন
আকাশে সন্ধ্যে ঘনায়। স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস, আঁধার আঁধার আকাশ, ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
কিছু স্মৃতি রংচটা, ধোঁয়াশার ঘনঘটা, ছড়ানো।
কিছু রাত জাগা সুরে, আরও দূর
থেকে দূরে হারানো। এই মন অসহায়,
উজানেতে তরী বায়। ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
এই রাত জাগা একা। দূরে নীল তারা দেখা,
অনিমেষ। যেন আকাশের সীমা। ঐ ঘন
শ্যামলিমা আছে বেশ! এই মন অসহায়,
উজানেতে তরী বায়। ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস, আঁধার আঁধার আকাশ, ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়। স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
স্বপ্নের পাতা ঝরে যায়, মন
আকাশে সন্ধ্যে ঘনায়।

No comments:

Post a Comment