Monday, April 1, 2019

আমার জিবন্ত ক্যানভাস

আমার তন্দ্রাঘন রাত
তোমার আগমন সম্ভাষণ
স্বপ্নদ্বারে তোমার করাঘাত।

তুমি আমার জিবন্ত ক্যানভাস
রং-তুলির আপন আঁচড়ে
সে কত স্বপ্ন-জমি চাষ
(আমার জিবন্ত ক্যানভাস)


ক্লাস ফাঁকি, এম ই এস এর
 পাঁচ রঙা মায়া জাগাবিট
তোমার হাতে আমার হার্ট-বিট
স্মৃতির আঙিনার প্রতিটি বিট।

বিদ্যাপীঠের প্রতিটি দেয়ালে বিচরণ
তোমার আমার আবেগী চুম্বন
সে গন্ধে চারপাশে আজো আলোরণ।

তুমি আমার স্বপ্ন ফুলে ফুলে
আমি অন্ধ তোমার ঝাকড়া চুলে
আজ  পড়েছি অচিন-প্রাচীন ভুলে।

তিলোত্তমা,
তন্দ্রা ভঙ্গে একি হল হায়
কুজ্ঝটিকা ঘিরে ছিল তাই?
স্বপ্নগুলো পুড়ে হল ছাই।

জানি কাছে আসবেনা
সেঁধে ভালবাসবেনা
প্রেমের দাবীতে।

তবু জেনে রেখো
দূর হতে দেখবো
মনে ছবি আঁকবো
আরো ভালোবাসবো
জানতে দেবোনা কভু।

তিলোত্তমা,
ভালো থেকো ভালো রেখ।

Friday, February 23, 2018

স্বপ্নের পাতা ঝরে যায়, মন
আকাশে সন্ধ্যে ঘনায়। স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস, আঁধার আঁধার আকাশ, ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
কিছু স্মৃতি রংচটা, ধোঁয়াশার ঘনঘটা, ছড়ানো।
কিছু রাত জাগা সুরে, আরও দূর
থেকে দূরে হারানো। এই মন অসহায়,
উজানেতে তরী বায়। ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
এই রাত জাগা একা। দূরে নীল তারা দেখা,
অনিমেষ। যেন আকাশের সীমা। ঐ ঘন
শ্যামলিমা আছে বেশ! এই মন অসহায়,
উজানেতে তরী বায়। ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়? ও স্বপ্নের পাতা ঝরে যায়,
মন আকাশে সন্ধ্যে ঘনায়। ও স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস, আঁধার আঁধার আকাশ, ও
দূরে দূরে আবছায়া ছবি গান গায়। স্বপ্নের
পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
স্বপ্নের পাতা ঝরে যায়, মন
আকাশে সন্ধ্যে ঘনায়।
নিশাচর

Monday, February 19, 2018

Jab Jab Aata Hai Yeh Barsaat

Jab Jab Aata Hai Yeh Barsaat Ka Mausam Teri Yaad Sath Hoti Hai Hamdum, Socha Is Mausam Mein Tujhe Yaad Nhi Karenge, Par Fir Socha Ki Hum Barish Ko Kaise Rok Payenge…

Sunday, February 18, 2018

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

“ এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি....
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে
আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না! ”
 
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Saturday, February 17, 2018

Local Business Directory, Search Engine Submission & SEO Tools
Kaise Bhulu Un Zaalim Aankhon Ko Mein. Kar Di Hai Zindagi Meri Bezar.. Jo Pyar Ke Badle De Gayin Hai Bass Intezaar..

kabhi kabhi

Rishta hum bhai behan ka, Kabhi mitha kabhi khatta, Kabhi ruthna kabhi manana..Kabhi dosti kabhi jhagda..Kabhi rona aur kabhi hasna..Yeh rishta hai pyaar ka..Sabse alag sabse anokha.

post

 Un Haseen palo ko yaad kar rahe the, Aasmaan se aapki baat kar rahe the, Sukun mila jab hume hawao Ne bataya, Aap bhi hame yaad kar rahe the.Un Haseen palo ko yaad kar rahe the, Aasmaan se aapki baat kar rahe the, Sukun mila jab hume hawao Ne bataya, Aap bhi hame yaad kar rahe the.

Dil vhi udaas

স্মৃতিগুলো

তোমার
স্মৃতি গুলো প্রতিনিয়ত
আমায় কাঁদায় ।
তবে ভেবো না আর
বেশী দিন তোমার
জন্য কান্না করতে হবে না ।
কারন খুব কাছ থেকেই
দেখছি কিভাবে জীবন
প্রদিপ নিভে যাচ্ছে আমার।
সত্যি ই খুব মিস
করবো তোমায় _]
@🐘
--এস এম

ইচ্ছে করে


চ্ছে করে মধ্যরাতে সারাটা শহর জুরে হাঁটি
একলা কোখাও বসে কাঁদি !!! আমার কাঁন্নার শব্দে ভোড় হবে ।। বিশ্বাস করো একটুও চাই না আমার কাঁন্নার শব্দে তোমার ঘুম নষ্টের কারণ হয়ে উঠুক ।। ভালো থাকো তুমি তোমার মতন ।।

--এস এম
অবুঝ আমি , অন্য কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া !!
পাগল আমি কারন অতি তুচ্ছ কোন কিছু হলেই দৌড়ে যাই তোমার কাছে বলার জন্য !! এতোটা আপন ভাবার জন্য , এতোটা নির্ভর করার জন্য , এতোটা স্বপ্ন দেখার জন্য , এতোটা চাওয়ার জন্য !! পাগল আমি !!

পাগল আমি কারন আমি এখনও প্রলাপ বকছি !!!
--এস এম
❤🐘
অভিমানী নদীর স্রোতে গা ভাসানো যায় - কিন্তু মৃত নদীর বুকে ক্ষরার তীব্রতা পুড়ায় !! তাই

খুজতে যাই না লিটেল ম্যাগের ঐ পাতায় -যেখানে খামখেয়ালী ভাবে লেখা দুটো লাইন তোকে ভেবে --সময়ের বিকেল গৌধুলী মাখাই থাক !! আমি সন্ধ্যার পর ঘুম থেকে উঠবো নে

ছুড়ে ফেলে দেই সেই স্মৃতির খাতা , আবার কুড়িয়ে সযত্নে শোকেজে সাজিয়ে রাখি বুকের খাচায় -- জিইয়ে রাখার মতো সাতরাঁতে থাকে মগজের ভিতর !! তাই তো বিকারগ্রস্থা হয়ে আনাচেকানাচে স্মৃতির ঝুলি ফেরি করি !!

ছুডু কালীন অভিজ্ঞতা , হয়তো পাগলামী কি করমু হেমায়াত পুড়ের টিকেট তো হারাইয়া ফেলছি তাই সামুতে পাগলামী চলুক !! অনেক ভাব গম্ভির মানুষের ভিড়ে দুই একজন পাগলের প্রশ্রয় দিলে কিছু আসবে যাবে না !!
দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য🙌
--এস এম